অপরাধ
প্রতিবেদক: BS Software
আপডেট: ৩৫ দিন আগে
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একাধিক শাখায় ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনায় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও ইসলামী ব্যাংকের ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক চিঠি পাঠিয়ে তাঁদের তলব করা হয়। আজ বুধবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের একটি চিঠিতে ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে ইসলামী ব্যাংকের ২৩ কর্মকর্তাকে পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবিসহ অন্যান্য তথ্য জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই সময়ের মধ্যে তাঁদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়।
অপরাধ নিয়ে আরও পড়ুন