খেলা
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২৮ সদস্যের দলে গোলকিপার হিসেবে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে আক্রমণভাগ থেকে পাওলো দিবালা বাদ পড়েছেন। আর প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারেনেচিয়া।
দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইয়ে ১৫ নভেম্বর আসুনসিওনে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর বুয়েনস এইরেসে লিওনেল মেসিদের প্রতিপক্ষ পেরু।
অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন না নিষেধাজ্ঞার কারণে। সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচে অসদাচরণের দায়ে তাঁকে নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য এমিলিয়ানোর পাশাপাশি আলেহান্দ্রো গারনাচোও ফিরেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই স্ট্রাইকার হাঁটুর চোটের গত মাসে খেলতে পারেননি।
এ দিকে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন বারেনেচিয়া। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাস্টন ভিলা থেকে ধারে ভ্যালেন্সিয়ায় খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে করেছেন ১ গোল।
খেলা নিয়ে আরও পড়ুন