খেলা
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। এই সিরিজে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট মিচেল মার্শকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এই সিরিজে থাকবেন না ট্রাভিস হেডও। ইংলিস পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও নেতৃত্ব দেবেন। পার্থে সেই ম্যাচে থাকবেন না অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউড। তিনজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে।
শেষ ওয়ানডের জন্য জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন, জশ ফিলিপেকে দলে আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে হ্যাজলউডের কাভার হিসেবে দলে আনা পেসার ল্যান্স মরিসকেও পার্থে শেষ ওয়ানডের দলে ধরে রাখা হয়েছে। অর্থাৎ, হ্যাজলউড শুধু অ্যাডিলেডে হওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিই খেলবেন।
২৯ বছর বয়সী ইংলিস অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মার্শের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন হেড। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য এই সিরিজে থাকছেন না হেডও।
খেলা নিয়ে আরও পড়ুন