Prothom Alo home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গ্যাজেটস

দেশের বাজারে এআই প্রযুক্তির নতুন দুই ওয়াশিং মেশিন

প্রতিবেদক: BS Software

আপডেট: ৪৬ দিন আগে


Article Image

বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর দুটি ওয়াশিং মেশিন এনেছে স্যামসাং ইলেকট্রনিকস। ডব্লিউডব্লিউ৮০এজি এবং ডব্লিউডব্লিউ৯০টি৫ মডেলের ওয়াশিং মেশিন দুটিতে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তির শক্তিশালী চুম্বক ব্যবহার করায় তুলনামূলক কম বিদ্যুৎ খরচ হওয়ার পাশাপাশি শব্দও কম হয়। ওয়াশিং মেশিন দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৭১ হাজার ৯০০ টাকা ও ৮৯ হাজার ৯০০ টাকা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ কেজি ধারণক্ষমতার ডব্লিউডব্লিউ৯০টি৫ মডেলের ওয়াশিং মেশিনে এআই ইকোবাবল সুবিধা থাকায় কম তাপমাত্রায় বেশি বুদ্‌বুদ তৈরি হয়, যা কাপড়ের মান ঠিক রাখে। এ ছাড়া ‘অ্যাড ওয়াশ’ অপশন থাকায় ব্যবহারকারীরা সহজেই ওয়াশিং সাইকেলের মধ্যেই আরও কাপড় বা ডিটারজেন্ট/সফটনার যোগ করতে পারবেন। শুধু তা-ই নয়, ব্যবহারকারীরা চাইলে ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে যেকোনো স্থান থেকে যন্ত্রটি নিয়ন্ত্রণ করতে পারবেন। অপরদিকে ডব্লিউডব্লিউ৮০এজি মডেলের ওয়াশিং মেশিনটিতে রয়েছে ইকোবাবল, হাইজিন স্টিম ও কুইক ওয়াশ সুবিধা। নতুন ওয়াশিং মেশিনের বিষয়ে স্যামসাংয়ের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের পরিচালক এবং ব্যবসাপ্রধান শাহরিয়ার বিন লুৎফর জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে পারে। স্যামসাংয়ের নতুন ওয়াশিং মেশিন দুটি এর উৎকৃষ্ট উদাহরণ। বিদ্যুৎ-সাশ্রয়ী নতুন ওয়াশিং মেশিনগুলো স্বাচ্ছন্দ্যে কাপড় পরিষ্কার করতে পারে।

গ্যাজেটস নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store