বাংলাদেশ
প্রতিবেদক: BS Software
আপডেট: ৩৪ দিন আগে
ঢাকার মহাখালী উড়ালসড়ক ব্যবহারে আজ মঙ্গলবার রাত ৯টা থেকে আগামী ১৪ দিনের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার গুলশান ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে এই নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, মহাখালী উড়ালসড়কের এক্সপানশন জয়েন্টগুলোর (এক পিলার থেকে আরেক পিলার পর্যন্ত যে স্ল্যাব থাকে সেটির জোড়া) প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। এ কারণে আগামী ১৪ দিন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী সোমবার (১১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন রাত নয়টা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধু উড়ালসড়কের নিচ দিয়ে চলাচল করতে পারবে। পরের দিন ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত নয়টা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহন শুধু উড়ালসড়কের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
বাংলাদেশ নিয়ে আরও পড়ুন