বিশ্ব
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার এক বছর পেরিয়েছে। এ সময়ে সেখানে নিহত ব্যক্তির সংখ্যা ৪৩ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার হালনাগাদ তথ্যে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৩ হাজার ৩৯১ জন নিহত হয়েছেন। আহতে ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৪৭।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়ে প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে আসেন প্রায় ২৪০ জনকে।
হামাসের হামলার জবাবে ওই দিনই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় উদ্বাস্তু হয়েছেন বহু মানুষ।
বিশ্ব নিয়ে আরও পড়ুন