মতামত
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি সংকটের বৃত্তে পড়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে না পারার বড় কারণ ডলার–সংকট। প্রয়োজনীয় গ্যাস ও কয়লা আমদানি করতে না পারায় এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধ না হওয়ায় অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। ফলে শীত মৌসুম শুরুর আগের এই সময়টাতে যখন বিদ্যুতের চাহিদা অপেক্ষাকৃত কম, তখনো লোডশেডিং করতে হচ্ছে।
বিগত সরকার আমদানিনির্ভর জ্বালানির যে ভুল নীতি নিয়েছিল, তার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতিকে। শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ব্যবসা ও বিনিয়োগে স্থবিরতা দেখা দেওয়ায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের চাকা ধীর হয়ে পড়ছে। এ বাস্তবতায় যেকোনো মূল্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা এবং শিল্প খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার থাকতে হবে।