রাজনীতি
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪২ দিন আগে
শেখ হাসিনা এখন আরেক দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘ঐতিহাসিক ৭ নভেম্বর: শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ।
শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন বলেন, ‘আসেন না বাংলাদেশে, এত বড় বড় কথা বলেন...বাংলাদেশে আসেন।’
বিএনপির এই নেতা বলেন, গত ১৬ বছর কঠিন সময় ছিল। বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো কঠিন আন্দোলনে লিপ্ত ছিল। আওয়ামী লীগ কত নিষ্ঠুর, নির্মম, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ পেয়েছে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংকটের সময় ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর স্বাধীনতাযুদ্ধের সূচনা করেন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান। কিন্তু জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনোই উপযুক্ত মর্যাদা দেয়নি।
হাফিজ উদ্দিন বলেন, জিয়াউর রহমান মনেপ্রাণে ছিলেন একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক। তিনি জীবন দিয়ে, জীবন আচরণ দিয়ে প্রমাণ করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্র কেমন হওয়া উচিত। তিনি এমনই মুক্তিযোদ্ধা, যিনি ছয় বছর রাষ্ট্র পরিচালনা করার পর দেখা গেল তার এক ইঞ্চি জমি নেই। ব্যাংকে কোনো টাকা নেই।
জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জিয়া পরিষদের মহাসচিব ইন্তাজ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন