Prothom Alo home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে নিরাপত্তা ত্রুটি, তথ্য ফাঁসের ঝুঁকিতে কোটি কোটি ব্যবহারকারী

প্রতিবেদক: BS Software

আপডেট: ৪৬ দিন আগে


Article Image

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে গুগল। ‘সিভিই-২০২৪-৪৩০৯৩’ নামের এই ত্রুটির কারণে অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলোতে গোপনে প্রবেশ করতে পারেন সাইবার অপরাধীরা। এর ফলে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত ফাইল বা তথ্য চুরির আশঙ্কা রয়েছে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল। 


গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্কে থাকা নিরাপত্তা ত্রুটিটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড-ডেটা, অ্যান্ড্রয়েড-ওবিবি এবং অ্যান্ড্রয়েড-স্যান্ডবক্স নামের ফোল্ডার ও ডিরেক্টরিতে প্রবেশ করতে পারেন সাইবার অপরাধীরা। বর্তমানে এই ত্রুটির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হচ্ছে। 


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি স্মার্টফোনে ব্যবহৃত কোয়ালকম প্রসেসরের ডিজিটাল সিগন্যাল প্রসেসর (ডিএসপি) সার্ভিসে থাকা আরও একটি ত্রুটি শনাক্ত করেছে গুগল। ‘সিভিই-২০২৪-৪৩০৪৭’ নামের এই ত্রুটির কারণে স্মার্টফোনের র‍্যাম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গোপনে সাইবার হামলা চালানো সম্ভব। তবে এরই মধ্যে কোয়ালকম প্রসেসরে থাকা ত্রুটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে গুগল। পিক্সেল স্মার্টফোনে থাকা ‘সিভিই-২০২৪-৩২৮৯৬’ ত্রুটিরও সমাধান করেছে গুগল। ত্রুটিটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ও নিরাপত্তা প্যাচ সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।

প্রযুক্তি নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store