প্রযুক্তি
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৬ দিন আগে
হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি ছবি পাঠান অনেকে। তবে সম্পাদনা করা বিভিন্ন ছবির কারণে বিভ্রান্তি তৈরির পাশাপাশি মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। আর তাই অন্যদের পাঠানো ছবির উৎস যাচাইয়ের জন্য নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ চালু থাকা অবস্থাতেই গুগলে সার্চের মাধ্যমে ছবির উৎস যাচাই করতে পারবেন। ফলে ছবিটি আগে কখনো অনলাইনে প্রকাশ হয়েছে কি না, তা সহজে জানা যাবে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে নতুন এই সুবিধা চালু হলে বর্তমানের মতো ছবি ডাউনলোড করার পর গুগল সার্চ ইঞ্জিনের ‘সার্চ বাই ইমেজ’ অপশনের মাধ্যমে ছবির উৎস বা বিস্তারিত তথ্য জানতে হবে না। আর তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ছবির উৎস জানতে পারবেন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ন্ত্রণ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অন্যদের পাঠানো ছবির উৎস যাচাইয়ের জন্য প্রথমে চ্যাট বক্সে থাকা নির্দিষ্ট ছবিতে ক্লিক করে তিনটি ডট মেন্যু অপশনে ট্যাপ করতে হবে। এরপর সার্চ অন ওয়েব অপশন নির্বাচন করলেই একটি রিভার্স ইমেজ সার্চ সুবিধা চালু হবে। সেখানেই ছবির উৎস বা ছবিটি এর আগে কবে ও কোন ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হয়েছে, তা জানা যাবে। শুধু তা–ই নয়, ছবিটি সম্পাদনা করা হয়েছে কি না, তা–ও জানা যাবে। কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি চালু হতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে