Prothom Alo home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শিক্ষা

পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ: এসএসসি-এইচএসসিতে ৭০ শতাংশ নম্বরে আবেদন

প্রতিবেদক: BS Software

আপডেট: ৪৬ দিন আগে


Article Image

পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দেশটির সাতটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা যাবে। এ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তিতে চার থেকে পাঁচ বছর বিনা মূল্যে পড়াশোনা করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। মেধার ভিত্তিতে নির্বাচনের প্রক্রিয়ায় দরকার পড়লে নেওয়া হবে সাক্ষাৎকার। 



শিক্ষাপ্রতিষ্ঠান কোনগুলো

১. ন্যাশনাল কলেজ অব আর্টস (এনসিএ)

২. পাকিস্তান ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন

৩. ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটি

৪. কমস্যাটস ইউনিভার্সিটি ইসলামাবাদ

৫. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি)

৬. গোলাম ইসাহাক খান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইকে) ও

৭. ফাস্ট ইউনিভার্সিটি।

বৃত্তির সুযোগ-সুবিধা

* টিউশন ফি নেই

* হোস্টেল–সুবিধা মিলবে

* জীবনযাপনের জন্য অর্থ পাবেন শিক্ষার্থীরা

* বিমানে যাতায়াত টিকিট 


আবেদনের যোগ্যতা

* বাংলাদেশি নাগরিক

* এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর পেতে হবে

* আবেদনের বয়স সর্বনিম্ন ২১ হতে হবে

* ইংরেজিতে দক্ষতা প্রয়োজন

*আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত দেখুন এখানে

শিক্ষা নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store