শিক্ষা
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী বছরের ১২, ১৯ ও ২৬ এপ্রিলে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সভাপতিত্ব করেন।
সভায় সর্বসম্মতভাবে অন্য বিষয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ১৪ নভেম্বরে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির পরবর্তী সভায় এ সুপারিশ নিয়ে আলোচনা হবে। ঐ সভায় ভর্তি সংক্রান্ত অন্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।