অন্যান্য
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
কিছু জ্বালাপোড়ার গন্ধ পাচ্ছো? ও কিছু না। তোমাকে এত আগ্রহ নিয়ে পড়ছি দেখে হিংসায় জ্বলছিল আমার পাঠ্যবইগুলো। ইদানীং যদিও ওদেরও কম গুরুত্ব দিচ্ছি না। খুব অবাক লাগে, আট বছর আগে তোমার প্রচ্ছদের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকা সেই ছোট্ট মেয়েটা আজ তোমাকে চিঠি লিখছে। সময় কত দ্রুত চলে যায়! আমার ব্যস্ত জীবনে একটুখানি ফুরসত হয়ে তুমি আসো। আমার সঙ্গী থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা কিআ, একটা প্রশ্ন করি? একজন পাঠকের কাছ থেকে তুমি সাধারণত কোন ধরনের গল্প চাও? আমি টুকটাক গল্প লিখি। কিআতে পাঠানোর কথা ভাবছিলাম। গত সংখ্যার প্রতিটি গল্প অসাধারণ ছিল এবং ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’র শেষটাও ছিল দারুণ। গত বছরের ডিসেম্বর সংখ্যায় তুমি আমার চিঠির উত্তরে লিখেছিলে, Know Thyself। আমি এ বছরে আসলেই নিজকে অনেকটা জেনেছি। আবারও ধন্যবাদ। ভালো থেকো।
আমায়রা হোসেন
সপ্তম শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও
কিআ: পাঠ্যবইয়ের সঙ্গে আমাকে বন্ধুত্ব করতে হবে দেখছি। নইলে দেখা যাবে তুমি যখন বাসায়, সব পাঠ্যবই মিলে আমার ওপর চেপে বসবে। আর ওদের যা ওজন! তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছ। সাধারণত কোন ধরনের গল্প চাই আমরা। স্মরণকালের অন্যতম সেরা প্রশ্ন। ভূত, গোয়েন্দা, সায়েন্স ফিকশন—যেকোনো গল্পই তুমি পাঠাতে পারো। কিন্তু আমরা চাই একেবারে তোমার মনের মতো গল্প। তোমার মনে হয় না, ‘কিআ এসব কী গল্প ছাপে? এর চেয়ে ভালো তো আমি লিখতে পারি।’ সেই নতুন ধরনের গল্প আমরা চাই। তবে গল্পের আকার হতে হবে ছোট। ৬০০ থেকে ৮০০ শব্দের মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। তোমার গল্পের অপেক্ষায় রইলাম।