অন্যান্য
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
প্রথম আলো আমাদের পত্রিকা এবং আমাদেরই থাকবে। একমাত্র সাহসী পত্রিকার নাম হলো প্রথম আলো। ভয়হীনভাবে প্রথম আলো সত্য লিখে যাচ্ছে। সেই ধারা অব্যাহত থাকুক। বাধা যতই আসুক, প্রথম আলো নিশ্চয়ই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে। প্রথম আলোর এই পথচলা সুদীর্ঘ হবে।
জামালপুরে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ কথা বলেন অতিথিরা। ৬ নভেম্বর দুপুরে শহরের চালাপাড়া এলাকায় সুইড জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সম্মেলনকক্ষে বর্ণাঢ্য এ আয়োজন করে জামালপুর বন্ধুসভা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতিথিরা ছাত্র-জনতার অভ্যুত্থানের কঠিন দিনগুলোয় সাহস, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রভাষক মোজাহিদুর রহমান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি মুখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুইড জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী সচিব অজয় কুমার পাল ও প্রধান শিক্ষক সীমা রাণী চক্রবর্তী, প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ ও জামালপুর বন্ধুসভার সভাপতি জাকারিয়া জাকি।
জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রভাষক মোজাহিদুর রহমান বলেন, ‘প্রথম আলো আমাদের পত্রিকা এবং আমাদেরই থাকবে। একমাত্র সাহসী পত্রিকার নাম প্রথম আলো। ভয়হীনভাবে প্রথম আলো সত্য লিখে যাচ্ছে। সেই ধারা অব্যাহত থাকুক। প্রথম আলো শুধু সংবাদই পরিবেশন করে না, তারা সমাজের ভালো কাজও করে। তার প্রমাণ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে এত সুন্দর একটি আয়োজন।’
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভ বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী সব পত্রিকাই পালন করে। কিন্তু প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সত্যিই ব্যতিক্রম হয়। যেমন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে এই অনুষ্ঠান। যেটা অন্য কেউ করে না। ফলে প্রথম আলোর সবকিছুই খুব ভালো লাগে।’
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, ‘২৬ বছর ধরেই প্রথম আলোর সঙ্গে আমার সম্পর্ক। সবার প্রথম প্রতিদিন সকালে প্রথম আলো পড়া হয়। পত্রিকাটি জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এভাবেই প্রথম আলো ১০০ বছর পাড়ি দেবে, এই প্রত্যাশা করছি। নানা ভয়ভীতির মধ্যেও মাথা নত না করার নামই প্রথম আলো।’
আলোচনা অনুষ্ঠান শেষে বন্ধুসভার বন্ধু ও সুইড জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।