অন্যান্য
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
প্রথম আলো সমাজকে আলোকিত করে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে পেশাদারত্ব ধরে রেখে সত্যানুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। প্রথম আলো সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, ভালোর পথে থাকে, ভালোর সঙ্গে থাকে। বাংলাদেশের দুঃশাসনের বিরুদ্ধে, একনায়কতান্ত্রিকতার বিরুদ্ধে দিনের পর দিন লিখেছে প্রথম আলো। আগামী সময়েও তারা পাঠকের কাছে পরিবারের সদস্য হয়েই থাকবে।
খুলনায় প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। ৫ নভেম্বর বিকেলে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এটির আয়োজন করে খুলনা বন্ধুসভা।
প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার কাজটি একেবারে শুরু থেকে এখন পর্যন্ত প্রথম আলো করে যাচ্ছে। এই আদর্শ থেকে প্রথম আলো বিচ্যুত হয়নি। এ কারণেই তারা এত পাঠকপ্রিয়। সারা বিশ্বের সবচেয়ে বেশি পঠিত বাংলা পত্রিকা এটি। প্রথম আলো থেকে মানুষ সঠিক ও সমৃদ্ধ তথ্য পায় বলেই এর প্রতি মানুষের আসক্তি বেড়েছে। এসব কারণেই প্রথম আলো কোনো সরকারের প্রিয়ভাজন হতে পারেনি।
আনোয়ারুল কাদির বলেন, বাংলাদেশের পতাকার মধ্যে যে সূর্য আছে, সেটা প্রখর দুপুরের সূর্য নয়, পড়ন্ত বিকেলের সূর্য নয়; সেটা ভোরের সূর্যের আলো। প্রথম আলোর আলো তেমনই আলো। তারুণ্যের শক্তিকে এগিয়ে নিতে প্রথম আলো ভূমিকা রাখছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোর্ত্তুজা আহমেদ বলেন, ‘অনেক পত্রিকা শুরুতে ভালোভাবে শুরু করলেও পরে আর অবস্থান ধরে রাখতে পারেনি। প্রথম আলো শুরু থেকে এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা রেখে চলছে। একটা পত্রিকা সঠিকভাবে চললে তাদের সরকারের বিরাগভাজন হতে হয়। প্রথম আলো কোনো সময় সরকারের কাছে প্রিয় হয়ে ওঠেনি। মানে, প্রথম আলো ঠিকভাবে চলেছে। প্রথম আলোর এই ভূমিকা আমরা আগামী দিনেও দেখব বলে আশা রাখি।’
বন্ধুসভার বন্ধু রহমতুল্লাহ ও প্রিয়ন্তি ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান। এ সময় আরও বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, খুলনা বন্ধুসভার সভাপতি অধ্যাপক তুহিন রায় ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক শেখ মাহরুফুর রহমান। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন বন্ধুসভার বন্ধুরা।