Prothom Alo home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিনোদন

আলিয়াকেও এমন দিন দেখতে হলো

প্রতিবেদক: BS Software

আপডেট: ৪৭ দিন আগে


Article Image

পুরোমাত্রার বাণিজ্যিক ছবিতে তাঁকে যেমন দেখা যায়, তেমনি করেছেন ভিন্ন ধারার ছবিও। তাই ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ যেমন করেছেন, তেমনি আলিয়াকে পাওয়া গেছে ‘হাইওয়ে’ বা ‘রাজি’র মতো সিনেমায়। তবে একটা ক্ষেত্রে আলিয়া ভাটের আলাদা সুখ্যাতি ছিল, তাঁর অভিনীত সিনেমা মানেই বক্স অফিসে নিশ্চিত ১০০ কোটি আয়। এবার অবশ্য এ নিয়মের ব্যতিক্রম হলো। 


কয়েক বছরে হিন্দি সিনেমা সেভাবে ব্যবসা করতে পারছিল না; কিন্তু আলিয়া ঠিকই হিট ছবি উপহার দিয়েছেন। সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ সিনেমার প্রধান চরিত্রে আলিয়া ঠিক মানিয়েছেন কি না, ছবি মুক্তির আগে অনেকের সন্দেহ ছিল। অন্য বড় তারকা ছাড়া আলিয়ার কাঁধে ভর করে ১০০ কোটি রুপি বাজেটের সিনেমা কতটা ব্যবসা করবে, সেটা নিয়েও আলোচনা ছিল। কিন্তু পরে মিথ্যা প্রমাণ করে ছবিটি; শেষ পর্যন্ত ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। 




আলিয়া অভিনীত এর পরের সিনেমা ‘আআরআর’ তো ইতিহাসই গড়েছে। বক্স অফিসে ১ হাজার ৩০০ কোটি রুপি আয়ের সঙ্গে অস্কারও জিতেছে।

আলিয়ার অভিনীত পরের দুই ছবিও দুর্দান্ত ব্যবসাসফল—‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিব’ ও রকি অউর রানি কি প্রেমকাহিনি। এর মধ্যে আলিয়া অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘ডার্লিংস’ ওটিটিতে মুক্তি পায়। সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। সব মিলিয়ে দারুণ একটা সময় কাটছিল অভিনেত্রীর। এই আলিয়া কি ভেবেছিলেন তাঁকে এমন দিন দেখতে হবে?




আলিয়ার অভিনীত সবশেষ ছবি ভাসন বালার ‘জিগরা’। প্রায় ৯০ কোটি রুপি বাজেটের ছবিটিও আলিয়ার অভিনয় গুণে উতরে যাবে, এমন প্রত্যাশা ছিল। কিন্তু বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে ছবিটি। আয় করছে ৫০ কোটি রুপির কিছু বেশি। টানা চারটি সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পর ব্যর্থতার স্বাদও পেলেন আলিয়া।

যে আলিয়ার ছবি হেসেখেলে ১০০ কোটি আয় করত, সেই আলিয়াকেও শেষ পর্যন্ত এমন দিন দেখতে হলো! ‘জিগরা’ অ্যাকশন থ্রিলার সিনেমা, এক ভাইকে বাঁচাতে বোনের সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে এ ছবি। কিন্তু সমালোচকেরা আলিয়ার অভিনয়ের প্রশংসা করলেও ছবির ব্যর্থতার জন্য দুর্বল চিত্রনাট্যকে দুষছেন।

বিনোদন নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store