Prothom Alo home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিনোদন

‘স্ত্রীর ধারণা, অবসর নিলে আমি খিটখিটে বুড়ো হয়ে বাড়িতে বসে থাকব’

প্রতিবেদক: BS Software

আপডেট: ৪৭ দিন আগে


Article Image

অভিনয় ছেড়ে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে এবার শারীরিক অসুস্থতায় নয়, অভিনয় করার মতো চরিত্র না থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন টালিউডের বর্ষীয়ান এ অভিনেতা।

কয়েক বছর আগে বাংলাদেশের সংবাদমাধ্যমে সব্যসাচী চক্রবর্তীর অবসর গ্রহণের খবর প্রকাশিত হয়। আলাপচারিতায় এ প্রসঙ্গ সামনে আসতেই এ অভিনেতা জানান, তখন তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়। তিনি বলেছিলেন, আর ফেলুদা চরিত্র করবেন না। কিন্তু সে সময় সংবাদমাধ্যমে লেখা হয়, ‘সব্যসাচী চক্রবর্তী আর অভিনয় করবেন না!’
এ প্রশ্নের রেশ ধরেই অভিনেতার কাছে আনন্দবাজার থেকে প্রশ্ন রাখা হয়, এখন কি সত্যিই অবসর নিতে চাইছেন? 




ফেলুদার বাইরে অন্যান্য চরিত্রের প্রস্তাব আসে কি না, প্রশ্নে অভিনেতা বলেন,‘ আমাকে বলা হয়, “আপনি না থাকলে ছবিটা হবে না।” কী চরিত্র জিজ্ঞাসা করতে বলা হলো, হিরোর বাবা। দেখা যাবে, হয়তো এর আগের ছবিগুলোতেও একই চরিত্র এবং একই সংলাপ। আমার যুক্তি, নতুন কিছু না হলে আমি অভিনয় করব না।’

এদিন সব্যসাচী চক্রবর্তী জানান, গত দুই বছরে ছবি এবং সিরিজ মিলিয়ে অন্তত ২২টি হিন্দি কাজ ফিরিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘ফোন এলে সোজা বলে দিই, আমি এখন কাজ করছি না। ইচ্ছা হলে আমি ফোন করে নেব। বাংলার তুলনায় বলিউডের বেশি কাজ ফিরিয়েছি। কাজ করব না মানে বাংলা, হিন্দি—কোথাও করব না।’


অসুস্থতার কারণে সম্প্রতি অভিনয় থেকে বিরতিতে ছিলেন সব্যসাচী চক্রবর্তী। স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী মিঠু চক্রবর্তীর ক্যানসারের অস্ত্রোপচারের পর অভিনেতার বুকেও পেসমেকার বসানো হয়েছে। বিশ্রাম শেষে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। এখন দেখার বিষয়, নতুন কোনো ছবিতে যুক্ত হন কি না, নাকি এখানেই শেষ হবে সব্যসাচী চক্রবর্তীর অধ্যায়।

বিনোদন নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store