বিনোদন
প্রতিবেদক: BS Software
আপডেট: ৪৭ দিন আগে
পেশাদার সংগীতজীবনে ১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। এর মধ্যে নন্দিত, কালজয়ী গানের তালিকাও বেশ দীর্ঘ। তাঁকে বলা হয় দেশের প্লেব্যাক–সম্রাট। চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের অন্যতম সহশিল্পী ছিলেন কনক চাঁপা। তাঁরা জুটি বেঁধে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাক–সম্রাটের জন্মদিনে গতকাল সোমবার গায়িকা কিছুটা আক্ষেপের সুরেই তাঁকে স্মরণ করলেন। জানালেন, তাঁকে সেভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি। বাংলা গানের অসাধারণ এই শিল্পীকে আরও মূল্যায়নের দরকার ছিল বলে মনে করেন কনক চাঁপা।