Prothom Alo home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিনোদন

পরিচ্ছন্নতাকর্মী সাফা, নৈশপ্রহরী সোহেল মণ্ডল

প্রতিবেদক: BS Software

আপডেট: ৩৮ দিন আগে


Article Image

বরাবরই নতুন ধরনের চরিত্র হয়ে ওঠার চেষ্টায় থাকেন অভিনয়শিল্পীরা। তরুণ প্রজন্মের দুই অভিনয়শিল্পী সাফা কবির ও সোহেল মণ্ডল সেই চেষ্টার অংশ হিসেবে কাজ করলেন নতুন একটি নাটকে।

‘জন্ম ’নামের এই নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এতে পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে সাফা কবির ও নৈশপ্রহরীর চরিত্রে সোহেল মণ্ডল অভিনয় করেছেন। টানা তিন দিন ঢাকার উত্তরায় নাটকটির শুটিং হয়েছে বলে জানালেন পরিচালক আলোক হাসান। 



শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করে পরিচালক প্রথম আলোকে জানালেন, আক্কাস ও জোছনা চরিত্রের জন্য এমন দুজন অভিনয়শিল্পী দরকার ছিল, যাঁরা চরিত্র দুটি ফুটিয়ে তুলতে পারবেন। শুটিং শেষে আমার মনে হয়েছে, প্রত্যাশার চেয়ে ভালো করেছেন তাঁরা। ভিন্নধর্মী একটা উপায়ে আমরা গল্পটা বলার চেষ্টা করেছি। নাটকটি দেখার পর দর্শক তা উপলব্ধি করতে পারবেন।

আলোক হাসান বললেন, ‘আমি সব সময় চেষ্টা করি একটু ভিন্নধর্মী এবং বাস্তবধর্মী গল্প বলতে। “জন্ম” তেমনই একটা গল্প। এই গল্প দেখার পর অনেকে অনেক কিছু মেলাতে পারবেন। এ–ও ভাববেন, এটি সমসাময়িক একটা গল্প, যে গল্প থেকে একটা সুন্দর বার্তা পাওয়া যাবে। মানুষ যে ভুল করে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং তা যে কোনোভাবেই ঠিক করছে না, তা–ও এই নাটক দেখার পর উপলব্ধি করতে পারবে।’ 




পরিচ্ছন্নতাকর্মী জোছনা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। তাঁর মতে, বরাবরই ভিন্নধর্মী কাজ করতে ভালোবাসি। যেসব চরিত্রে চ্যালেঞ্জ থাকে, সেসবে আনন্দও বেশি। এই গল্প তেমনই। তাই “জন্ম” একটা বিশেষ কাজ হয়ে থাকবে। এই কাজের জন্য আমাদের পুরো ইউনিট প্রচুর পরিশ্রম করেছে। আমরাও একটা সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা করেছি। নাটকটি দেখার পর কেউ একজনও যদি সচেতন হন, সেটাই আমাদের পরিশ্রমের সার্থকতা।’

নৈশপ্রহরী আক্কাস চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তিনি বললেন, ‘গল্পটার মধ্যে হৃদয় ছোঁয়ার ব্যাপার আছে। আমরাও সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টার করেছি।’ খুব শিগগির দেশের একটি বেসরকারি চ্যানেলে ‘জন্ম’ নাটকটি প্রচারিত হবে।

বিনোদন নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store